Loading...

সেমিফাইনালে গাইবান্ধা পৌরসভা

সেমিফাইনালে গাইবান্ধা পৌরসভা

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে পলাশবাড়ী উপজেলা দলকে ৩-০ ব্যবধানে হারিয়েছে গাইবান্ধা পৌরসভা। এই জয়ের ফলে দলটি নিশ্চিত করেছে সেমিফাইনালের টিকিট। আগামী ৫ জুলাই মাঠে নামবে সাঘাটা উপজেলার বিপক্ষে।

গাইবান্ধা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় পৌরসভা দল। ম্যাচের প্রথমার্ধে মিডফিল্ডার ইছানুরে দারুণ এক গোলে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে পৌরসভ দলের বিদেশি রিক্রুট ওমর বাহ্ একক নৈপুণ্যে দুর্দান্ত একটি গোল করে ব্যবধান বাড়ান ২-০ তে।

ম্যাচের শেষের দিকে স্ট্রাইকার সজিব দলের হয়ে তৃতীয় গোলটি করেন। উল্লেখ্য যে, এই সজিব প্রথম ম্যাচেই হ্যাটট্রিকসহ একাই করেছিলেন পাঁচ গোল, যা তাকে ইতোমধ্যে টুর্নামেন্টের অন্যতম সেরা গোলদাতায় পরিণত করেছে।

পৌরসভা দলের এই জয় কেবল বড় ব্যবধানেই নয়, মাঠে দাপট দেখিয়েই এসেছে। প্রতিপক্ষ পলাশবাড়ী তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি। গোলরক্ষক থেকে শুরু করে ফরোয়ার্ড লাইন—সবাই ছিলেন দুর্দান্ত ছন্দে।

আগামী ৫ জুলাই সেমিফাইনালে গাইবান্ধা পৌরসভা মুখোমুখি হবে সাঘাটা উপজেলার। দুটি দলই এ পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছে, তাই এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। গাইবান্ধা পৌরসভা দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ফাইনাল খেলার স্বপ্ন পূরণে তারা প্রস্তুত বলেই জানিয়েছেন কোচ ও খেলোয়াড়রা।