Loading...

সাঘাটাকে উড়িয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে গাইবান্ধা পৌরসভা

সাঘাটাকে উড়িয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে গাইবান্ধা পৌরসভা

 

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালে সাঘাটা উপজেলা দলকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের মঞ্চ নিশ্চিত করেছে শক্তিশালী গাইবান্ধা পৌরসভা দল। গতকাল শনিবার গাইবান্ধা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাই-ভোল্টেজ ম্যাচে শুরু থেকেই জয়ের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে পৌরসভা দল। কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামের দর্শকদের সামনে এক মনোমুগ্ধকর ফুটবল প্রদর্শনী উপহার দেয় দলটি।

ম্যাচের বাঁশি বাজার সাথে সাথেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে গাইবান্ধা পৌরসভা। তাদের বিদেশী রিক্রুট, ক্যামেরুনের খেলোয়াড় ওমর বাহর দুর্দান্ত নৈপুণ্যে ম্যাচের শুরুতেই লিড পায় পৌরসভা দল। এরপর থেকে পুরো প্রথমার্ধ জুড়ে চলে পৌরসভা দলের একচ্ছত্র আধিপত্য। দলের তারকা ফরোয়ার্ড সজীব এবং ওমর বাহর অনবদ্য বোঝাপড়া সাঘাটার রক্ষণভাগকে ছিন্নভিন্ন করে দেয়। প্রথমার্ধেই এই জুটি চারটি গোল করে ম্যাচের ভাগ্য প্রায় নির্ধারণ করে ফেলে। ওমর বাহর বিশ্বস্ত পা থেকে আসে জোড়া গোল এবং সজীবও করেন দুটি গোল। এই দুই গোলের মাধ্যমে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা ৯-এ নিয়ে গেলেন সজীব, যা তাকে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে রেখেছে।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য প্রাণপণ চেষ্টা চালায় সাঘাটা উপজেলা দল। বিরতির পর নতুন কৌশলে মাঠে নেমে তারা পৌরসভার রক্ষণে চাপ সৃষ্টি করে এবং পরপর দুটি গোল পরিশোধ করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে। এতে দর্শকদের মনে নতুন করে আশা জাগলেও শেষ রক্ষা হয়নি। গাইবান্ধা পৌরসভার অভিজ্ঞ রক্ষণভাগ এবং প্রথমার্ধের বিশাল ব্যবধান টপকানো তাদের পক্ষে আর সম্ভব হয়নি।

ফলে ৪-২ গোলের বড় জয় নিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করে মাঠ ছাড়ে গাইবান্ধা পৌরসভা। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ গোবিন্দগঞ্জ উপজেলা ও সাদুল্যাপুর উপজেলা দল মুখোমুখি হবে। আগামী শুক্রবার এই দুই দলের বিজয়ীর সাথেই শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে গাইবান্ধা পৌরসভা দল।