Public Representatives Details | Gaibandha Pourosova
মাহমুদ হাসান রিপন
মাহমুদ হাসান রিপন

মাহমুদ হাসান রিপন

মাহমুদ হাসান রিপন (জন্ম: ২৯ নভেম্বর ১৯৭৮) বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি গাইবান্ধা-৫ আসনের বর্তমান সংসদ সদস্য। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি।[১][২]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

মাহমুদ হাসান রিপন ২৯ নভেম্বর ১৯৭৮ সালে গাইবান্ধার সাঘাটার কামালের পাড়ার ফলিয়াদিগার গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগ থেকে বিএসএস এবং এমএসএস ডিগ্রী লাভ করেন। তার পিতার নাম এ এফ এম আফজাল হোসেন।[৩]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

মাহমুদ হাসান রিপন ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[২][৪] তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য।[৫] সাঘাটা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্যও তিনি।

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ২২ জুলাই ২০২২ সালে মৃত্যুবরণ করলে গাইবান্ধা-৫ শূন্য আসনের উপ-নির্বাচনে ৪ জানুয়ারি ২০২৩ তারিখে তিনি সংসদ সদস্য মনোনীত হন।[১] তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।

সুত্র-উইকিপিডিয়া।