News Details | Gaibandha Pourosova
ঘাঘট লেকে স্লুইস গেট নির্মাণ কাজের উদ্বোধন করলেন হুইপ
প্রকাশের সময়: 02 Feb, 2022

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা পৌরসভার ঘাঘট লেক উন্নয়ন প্রকল্পের আওতায় ১-ভেন্ট স্প্যান বিশিষ্ট স্লুইস গেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।  বুধবার (২ ফেব্রুয়ারি) ব্রীজ রোডের পূর্ব কোমরনই বাঁধ এলাকায়  বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি এই ভিত্তি প্রস্থর স্থাপন করেন। 


এ সময় হুইপ বলেন,“ এই প্রকল্পটি বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন হবে। সেই সঙ্গে শহরের লোকজন লেকটি ব্যবহারের সুবিধা নিতে পারবে। স্লুইস গেট নির্মাণের ফলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ধারণ করে রাখা সম্ভব হবে এবং লেক থেকে ময়লা পানি বের করে দেওয়া সম্ভব হবে।”


তিনি আরও বলেন,“পলিথিন বর্জন করে আমরা লেকটিকে দূষনমুক্ত রাখতে পারব। শুধু তাই নয়, এই লেকটি উন্মক্ত হলে স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। লেকটি ব্যবহারে স্থানীয়দের সতর্ক হতে হবে।”


প্রসঙ্গত, এলজিইডি’র অধীনে ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে স্লুইস গেট নির্মাণ করা হচ্ছে। ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সিনিয়র সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, সদর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।