News Details | Gaibandha Pourosova
বাঁধ পাড়া ও কুলিপট্টি বস্তি উন্নয়ন কমিটির সভা
প্রকাশের সময়: 29 Dec, 2021

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা পৌরসভার ১নং ওয়ার্ডের বাঁধ পাড়া ও কুলিপট্টি বস্তি উন্নয়ন কমিটির সভা হয়েছে। বাঁধ পাড়ায় বাঁধ সংলগ্ন উঠানে সোমবার (১৩ ডিসেম্বর) বাঁধ পাড়া ও কুলিপট্টি বস্তি উন্নয়ন কমিটির সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে মার্জনা আক্তার ও সানজিদা আক্তার স্বরনী। 

বস্তি উন্নয়ন কমিটির সভায় কুলিপট্টি বস্তির নানা সমস্যার কথা তুলে ধরেন সদস্যরা। সভাপতি সানজিদা আক্তার স্বরনী বলেন, “কুলিপট্টি বস্তিতে পানিতে আয়রন একটি বড় সমস্যা। এছাড়া ডাস্টবিন না থাকায় ড্রেনে ময়লা আবর্জনা ফেলার জন্য দূর্গন্ধের সৃষ্টি হচ্ছে।” তিনি আরও বলেন,“ কুলিপট্টিতে বিদ্যুতের পোল ঘরের উপরে থাকায় সবাই আতঙ্কের মধ্যে আছে। তাই এ পোল সরানো জরুরি। এছাড়া এখানকার মহিলাদের প্রশিক্ষণ দেওয়া গেলে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারতো।” 

বাঁধ পাড়া বস্তি উন্নয়ন কমিটির সভাপতি মার্জনা আক্তার বলেন,“ বাঁধ পাড়ায়  বেকার ছেলেমেয়েদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে অস্বচ্ছল পরিবারগুলো উপকৃত হতো। এছাড়া পৌরসভা কর্তৃক নির্ধারিত পয়ঃনিষ্কাশন ফি কমালে হতদরিদ্র মানুষরা এই সুবিধাটা নিতে পারত।”

পৃথক পৃথক দুটি বস্তি উন্নয়ন কমিটির সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, কমিউনিটি কর্মী সূচনা সরকার, মিউনিসিপ্যাল কো-অর্ডিনেটর (ইএসডিও) মাহমুদুল হাসান, সিটি কো-অর্ডিনেটর (ইএসডিও) গোলাম মোস্তফা, নাসরিন আক্তার, নাজমুল ইসলাম প্রমূখ।