News Details | Gaibandha Pourosova
কলেজ পাড়া ও পশ্চিম গোবিন্দপুর বস্তি উন্নয়ন কমিটির সভা
প্রকাশের সময়: 29 Dec, 2021

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা পৌরসভার ৪নং ওয়ার্ডের কলেজ পাড়া ও পশ্চিম গোবিন্দপুর বস্তি উন্নয়ন কমিটির সভা হয়েছে। গাইবান্ধা সরকারি কলেজে গত ২০ ডিসেম্বর বিকাল ৩টায় এই সভা অনুষ্ঠিত হয়। বস্তি উন্নয়ন কমিটির সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল হাসান সুমন ও গাইবান্ধা পৌরসভার পৌর সচিব আব্দুল হানিফ সরদার। 

দুটি বস্তির সদস্য ও সভাপতি তাদের নিজ নিজ কমিউনিটির সমস্যাগুলো তুলে ধরেন। এরপর আমন্ত্রিত অতিথি রকিবুল হাসান বলেন,“ কলেজ পাড়া ও পশ্চিম গোবিন্দপুরের কমিউনিটির স্যানিটেশন ব্যবস্থা, ছোট ছোট রাস্তা, ফুটপাত এবং টিওবওয়েল না থাকার যে সমস্যার কথা আপনারা তুলে ধরেছেন আমরা চেষ্টা করব সেগুলো সমাধান করার। আমাদের মেয়র মহোদয় অত্যন্ত আন্তরিক। তিনি প্রজেক্ট পাওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছেন। প্রজেক্ট পাওয়া গেলে আপনাদের সব সমস্যা লাঘব হবে।”

অপর আমন্ত্রিত অতিথি আব্দুল হানিফ সরদার বলেন,“ আমি কলেজ পাড়া কমিউনিটিতে গিয়েছিলাম। সেখানকার অবস্থা সত্যিই দূর্ভাগ্যজনক। সেখানে বেসরকারি সংস্থা ব্র্যাক কাজ করছে। পৌরসভার মধ্যে থেকেও এই দুটি কমিউনিটি অনেক পিছিয়ে। আমরা চেষ্টা করব পৌরসভার রাজস্ব থেকে কিছু কিছু কাজ করার। আর প্রজেক্ট পাশ হলে আপনাদের সব সব সমস্যাই দূর হয়ে যাবে।”

এ সময় উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, ইএসডিও’র সিটি কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা, কমিউনিটি কর্মী সূচনা সরকার, কমিউনিটি মোবিলাইজার মইনুর রহমান, আসাদুজ্জামান, নাজমুল ইসলাম প্রমূখ।