News Details | Gaibandha Pourosova
শারদীয় দূর্গাৎসবে গাইবান্ধা পৌর মেয়রের শুভেচ্ছা উপহার
প্রকাশের সময়: 12 Oct, 2021

নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা উৎসবে গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান শুভেচ্ছা উপহার দিয়েছেন। সোমবার (১১ অক্টোবর) রাতে পৌর এলাকার ২০টি মন্দিরে গাইবান্ধা মেয়রের তরফ থেকে শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়েছে। 

গাইবান্ধা পৌরসভার পৌর সচিব আব্দুল হানিফ সরদার-এর নেতৃত্বে প্রতিটি মন্দিরে শুভেচ্ছা উপহার হিসাবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান এবং করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সম্বলিত ব্যানার উপহার দেওয়া হয়।


ডেভিড কোম্পানি পাড়া সার্বজনিন দূর্গা মন্দিরে মেয়রের তরফে উপহার বিতরণকালে পৌর সচিব বলেন,“ গাইবান্ধা পৌরসভার পক্ষ থেকে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। বাংলাদেশ থেকে এখনও করোনাভাইরাস বিদায় নেয়নি। তাই আমাদের সতর্ক থাকতে হবে। গণজমায়েত যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। আগত দর্শনার্থীদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করবেন। মাস্ক লাগলে মেয়র মহোদয়ের সঙ্গে যোগাযোগ করলে আমরা সরবরাহ করব।”

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা, আল-আমিন, সাগর খান, জীবন কুমার, আনোয়ার হোসেন, শামীম হোসেন প্রমূখ।