পৌরসভার সেবার মান বৃদ্ধি ও ঋণ পরিশোধের লক্ষ্যে রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই-হুইপ গিনি
প্রকাশের সময়: 23 Sep, 2021

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, গাইবান্ধা শহরকে সুন্দরগঞ্জে নির্মাণাধীন নতুন ব্রিজের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করা হচ্ছে। যাতে কুড়িগ্রামের উলিপুরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হয়। গাইবান্ধা শহরে ওভার পাস করারও পরিকল্পনা করা হচ্ছে। এরপর বালাসি-বাহাদুরবাদ ফেরিঘাটও চালু হবে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) গাইবান্ধা পৌর পরিষদের সাধারণ সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাইবান্ধা পৌরসভার মেয়র মোঃ মতলুবর রহমান এর সভাপতিত্বে পৌর পরিষদের সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ গাইবান্ধা’র উপপরিচালক (উপসচিব) মোছাঃ রোখছানা বেগম।


হুইপ বলেন,“স্থানীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পৌরসভা। পৌরবাসী এই প্রতিষ্ঠানের মাধ্যমে নাগরিক সেবা পেয়ে থাকে। তবে পৌরসভার সেবার মান বৃদ্ধির জন্য বকেয়াসহ হাল সনের রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই। পৌর কর আদায়ের হার অন্তত ৭৫ শতাংশ বাড়ানো না গেলে এবং বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারলে বড় প্রকল্পে পৌরসভা অন্তর্ভূক্ত হতে পারবে না।” এ ব্যাপারে তিনি মেয়র এবং পৌর পরিষদকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

সভায় মেয়র মতলুবর রহমান বলেন,“ বর্তমানে জন্ম নিবন্ধন নিয়ে এক ধরণের চাপ সৃষ্টি হয়েছে। এ জন্য চারটি কম্পিউটারে নিয়মিত কর্মচারির পাশাপাশি ১২ জন হাজিরাভিত্তিক কর্মচারি কাজ করছে। মাতৃত্বকালীন ভাতা এবং স্কুলে জন্ম নিবন্ধনের কারণে চাপ সৃষ্টি হয়েছে। এটা বেশিদিন থাকবে না।”

উপপরিচালক রোখছানা বেগম বলেন,“পৌরসভার বিভিন্ন খাতে রাজস্ব আদায় ম্যানুয়ালের পরিবর্তে অনলাইনভিত্তিক কম্পিউটারাইজড সফটওয়ার স্থাপন ও সরাসরি ব্যাংকের মাধ্যমে আদায় করা গেলে রাজস্ব আয় বাড়বে।” সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কাউন্সিলর, শেখ শাহীন, এ জেড এম মহিউদ্দিন রিজু, কামাল হোসেন, রকিবুল হাসান সুমন, আব্দুস সামাদ রোকন, শহীদ আহম্মেদ, আবু বকর সিদ্দিক, শেখ সর্দার আসাদুজ্জামান হাসু, কাজী হুমায়ুন কবীর স্বপন, পৌর সচিব আব্দুল হানিফ সরদার, সহকারী প্রকৌশলী রেজাউল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা প্রমুখ।

পরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি) এর অর্থায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পুরুষ সদস্যদের মাঝে ড্রাইভিং প্রশিক্ষণ সনদ পত্র, মহিলাদের সেলাই মেশিন ও সনদ পত্র এবং নগদ অর্থ প্রদান করা হয়।