আপনার ভাবনাচিন্তা বদল আনতে পারে গাইবান্ধা পৌরসভার জলাবদ্ধতা, পানির সংকট কিংবা অতিরিক্ত তাপমাত্রা থেকে মুক্তির উপায়। ভাবছেন এটা কিভাবে সম্ভব? আছে উপায় আছে! আপনি শুধু আপনার ভাবনাচিন্তাগুলো ঝটপট লিখে ফেলবেন। যেমন ধরুন আপনার মনে হলো, গাইবান্ধা শহরের জলাব্ধতা অনেক বেশি সমস্যায় ফেলে দেয়। একটু বৃষ্টিতে পানি আটকে নাগরিক ভোগান্তি সৃষ্টি করে ফেলে।
আপনি এই শহরেরই মানুষ। আপনি জানেন এখান থেকে মুক্তির পথ কি হতে পারে। সেই বিষয়টি নিয়েই আপনি লিখতে পারেন সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে। একইভাবে পানির সংকট এবং তাপমাত্রা কিভাবে হ্রাস করা যায় সে বিষয়েও আপনি সমাধান দিতে পারেন। এই তিনটি বিষয়ের মধ্যে আপনি তিনটি বা দুটি কিংবা একটি লিখেও জমা দিতে পারেন। তবে তিনটি বিষয় কিন্তু আলাদা আলাদাভাবে লিখতে হবে। একজন তিনটি বিষয়েরই সমাধান দিতে পারেন। সেক্ষেত্রে আলাদা করে লিখে জমা দিতে হবে।
কিভাবে লিখবেন?
গাইবান্ধা পৌরসভা থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। সেই ফরম পূরণ করে সরাসরি পৌরসভায় থাকা নির্দিষ্ট বক্সে ফরম জমা দিতে পারবেন। কেউ যদি মনে করেন অনলাইনে লিখবেন। তারা অনলাইনেও সমাধানের উপায় লিখতে পারেন।
লিখে আপনার লাভ কি?
যাদের লেখাগুলো সমাধানের উপায় হিসাবে নির্বাচিত হবে তারা পাবেন প্রশিক্ষণ, সার্টিফিকেট এবং সমাধান বাস্তবায়নের সুযোগসহ বিশেষ স্বীকৃতি। তাহলে আর দেরি কেন, আজই লিখতে বসে পড়ুন?