News Details | Gaibandha Pourosova
আন্তর্জাতিক নারী দিবসে গাইবান্ধা পৌরসভার র্্যালী ও আলোচনা সভা
প্রকাশের সময়: 13 Mar, 2022

নিজস্ব প্রতিবেদকঃ নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশের অগ্রগতি হচ্ছে। আর দেশের সামনে আছে অনেক সুযোগ। গাইবান্ধা পৌরসভা আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে কথাগুলো বলেন বক্তারা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবছর ৮ মার্চ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে গাইবান্ধা পৌরসভা। এবারও এর ব্যতিক্রম হয়নি। আন্তর্জাতিক নারী দিবসে এবারের স্লোগান ছিল টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য। 

মঙ্গলবার (৮ মার্চ) সকালে গাইবান্ধা পৌর চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয় ।শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পার্কে আন্তর্জাতিক নারী দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শাহীন। প্রধান অতিথি ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র এ জেড এম মহিউদ্দিন রিজু। 

প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র বলেন,“ নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে সপ্তম বাংলাদেশের নারীরা আজ সচিব, বিচারক, সশস্ত্র বাহিনীসহ সব গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন আত্মকর্মসংস্থান উদ্যোক্তা হিসেবে বিশ্বে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন।”

সভাপতির বক্তব্যে শেখ শাহীন বলেন,“ সামাজিক কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, নিপীড়ন বৈষম্যের বেড়াজাল থেকে বেরিয়ে আসা দরকার নারীকে শুধু নারী নয়, মানুষ হিসেবে ভাবতে হবে বছরের একদিন নয় বরং বছরের সব দিন নারীকে মানুষ হিসেবে সম্মান প্রদর্শন করা উচিৎ সচেতনতা গড়ে উঠুক পরিবার থেকেই তাহলে নারীদের সম্মান আরও বৃদ্ধি পাবে।” 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা পৌরসভার এসডিও রবিউল ইসলাম, লাইসেন্স পরিদর্শক আব্দুল আহাদ মিয়া, সাবেক জেলা পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, কমিউনিটি কর্মী সূচনা সরকার, অফিস সহকারী (ভারঃ) সুরাইয়া আক্তার প্রমূখ।