News Details | Gaibandha Pourosova
গাইবান্ধা পৌরসভার ৯নং ওয়ার্ড কমিটির সভা
প্রকাশের সময়: 08 Dec, 2021


নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা পৌরসভার ৯নং ওয়ার্ড কমিটির সভা হয়েছে। গত সোমবার (৬ ডিসেম্বর) ৯নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী হুমায়ুন কবীর-এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সফিউল ইসলাম-এর স ালনায় সভায় কমিটির সদস্যরা তাদেও ওয়ার্ডের নানা সমস্যার কথা তুলে ধরেন। 

সকলের বক্তব্য শুনে পরে সভাপতির বক্তব্যে হুমায়ুন কবীর বলেন, “ওয়ার্ড কমিটি পৌরসভার একটি গুরুত্বপূর্ণ কমিটি। ওয়ার্ডের উন্নয়নে আপনাদেরও ভুমিকা রয়েছে। এরই মধ্যে অত্র ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। আমি ব্যক্তি উদ্যোগেও কিছু কাজ শুরু করেছি। আপনারা রাস্তা, ড্রেন, ¯øাব, সড়ক বাতি এবং ময়লা আবর্জনা অপসারণ সংক্রান্ত যেসব কথা বলেছেন সেগুলো আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে বাস্তবায়ন করার। তবে ওয়ার্ডে সড়ক বাতি, ময়লা আবর্জনা এবং মশক নিধন কার্যক্রম দ্রæতই শুরু করা সম্ভব।”

তিনি আরও বলেন,“পৌরসভা চলে পৌর করের অর্থে। আপনি যদি আপনার প্রতিবেশিদের পৌরসভার কর দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারেন তাহলে পৌরসভার রাজস্ব বাড়বে। এরফলে আমরা কাঙ্খিত সেবাও দিতে পারব। তাই পৌরসভার হোল্ডিং ট্যাক্স, পানির বিল পরিশোধ করার ব্যাপারে আপনাদের সহযোগিতা প্রয়োজন।”

বিশেষ অতিথির বক্তব্যে পৌর সচিব আব্দুল হানিফ সরদার বলেন, “পৌরসভায় যেসব কমিটি রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো ওয়ার্ড কমিটি। এই কমিটি থেকে আপনাদের মূল্যবান মতামতগুলো আলোচনা হবে শহর সমন্বয় কমিটির(টিএলসিসি) সভায়। আর সে কারণে ওয়ার্ড কাউন্সিলরের পাশাপাশি আপনাদেরও দায়িত্ব আছে ওয়ার্ডের দেখভাল করার। সকালে হাঁটতে বের হয়েও আপনি আশপাশে দেখতে পারেন ঝাড়–দার রাস্তাগুলো পরিস্কার অথবা গাড়ি দিয়ে ময়লা আবর্জনা অপসারন হয়েছে কি না। সন্ধ্যার পর সড়ক বাতির অবস্থাও আপনারা কাউন্সিলর বা পৌরসভাকে অবহিত করতে পারেন। আর এটা করলে আমরা তৎক্ষনাৎ ব্যবস্থা নিতে পারব।”

ওয়ার্ড কমিটির সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর সাবিনা বেগম, বস্তি উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, ওয়ার্ড কমিটির সদস্য আশরাফুল আলম, সাজেদা বেগম, শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, শাহাজাদী বেগম, রিপন মিয়া, নাজমুল ইসলাম প্রমূখ।