নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা পৌরসভায় নতুন নির্বাহী প্রকৌশলী পদে যোগদান করেছেন রেজাউল হক।গত ২১ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১ম ও ২য় শ্রেণীর কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি কমিটির সভার সুপারিশে তিনি নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পেয়ে গাইবান্ধা পৌরসভায় যোগদান করেন। এর আগে রেজাউল হক একই পৌরসভায় সহকারী প্রকৌশলী পদে ২০১৪ সাল থেকে কর্মরত ছিলেন।
তাঁর জন্ম গাইবান্ধার ফুলছড়ি উপজেলার জিগাবাড়ি গ্রামে। বাবা আব্দুল মজিদ সরকার ছিলেন জিগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রেজাউল হক ১৯৯২ সালে রংপুর পলিটেকনিক ইনষ্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা শেষ করার পরপরই কর্মজীবনে প্রবেশ করেন। উপ-সহকারী প্রকৌশলী পদে চাকরি জীবন শুরু করেন ২০০০ সালে, জামালপুরের মেলান্দহ পৌরসভায়।সেখানে দু’বছর চাকরির পর যোগদান করেন একই জেলার দেওয়ানগঞ্জ পৌরসভায়। সেখানে ছিলেন ২০০২ সাল থেকে ২০০৫ অবধি।
এরপর রেজাউল হকের কর্মজীবন শুরু হয় দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায়। সেখানে ছিলেন ২০০৯ সাল পর্যন্ত। ২০১০ সালে প্রথমবার গাইবান্ধা পৌরসভায় যোগদান করেন। সে বছরই তিনি সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি পেয়ে পঞ্চগড় পৌরসভায় যোগদান করেন। একই পদে ২০১১ থেকে ২০১৩ সাল অবধি ছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায়।
নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি পাওয়ায় দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে বলে মনে করেন রেজাউল হক। তিনি বলছিলেন,“ স্বাভাবিকভাবেই এই পদের দায়িত্ব অনেক বেশি। আমি চেষ্টা করব আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের। গাইবান্ধাকে সবুজ ও পরিচ্ছন্ন শহর হিসাবে দেখতে চাই।সেই সঙ্গে আগামী প্রজন্মের নিকট গাইবান্ধাকে একটি সুন্দর ও বাসযোগ্য শহর হিসাবে গড়ে তোলার জন্য নিবেদিত প্রাণ হিসাবে কাজ করে যেতে চাই।”