গাইবান্ধা পৌরসভায় মাস্টার প্ল্যান বিষয়ক অগ্রগতি অবহিতকরণ কর্মশালা
প্রকাশের সময়: 20 Sep, 2021

গাইবান্ধা পৌরসভায় গাইবান্ধা শহর মাস্টার প্ল্যান অগ্রগতি অবহিতকরণ এবং ওয়ার্ড সীমানা নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা পৌরসভা, নগর উন্নয়ন অধিদপ্তর ও ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে সোমবার (২০ সেপ্টেম্বর) পৌরসভার সভাকক্ষে স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে কর্মশালার উদ্বোধন করেন গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান। 

তিনি বলেন,“ একটা সুন্দর শহরের রুপরেখা প্রণয়ন করতে মাস্টার প্ল্যান খুবই জরুরি। মাস্টার প্ল্যান না থাকলে কোনো কিছুই সঠিকভাবে বাস্তবায়ন করা যায় না। রাস্তা, ভবন, বাড়ি, জলাশয়ের পাশাপাশি মাস্টার প্ল্যানের আওতাভুক্ত থাকবে ড্রেনও। এতে আমরা ভবিষ্যতে খুব সহজেই উন্নত শহর গড়ে তুলতে পারব।”

গাইবান্ধা পৌরসভার সচিব আব্দুল হানিফ সরদারের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন নগর উন্নয়ন অধিদপ্তরের  সিনিয়র প্ল্যানার মোঃ মাহমুদ হোসেন, কাউন্সিলর শেখ আসাদুজ্জামান, সহকারী প্রকৌশলী রেজাউল হক, ব্র্যাক এর প্রোগ্রাম স্পেশালিষ্ট ইফতেখার হাসান ও প্রোগ্রাম স্পেশালিষ্ট দীপক চন্দ্র সাহা।

কর্মশালায় গাইবান্ধা পৌরসভার জন্য চূড়ান্ত মাস্টার প্ল্যান প্রণয়নের আগে সকল কাউন্সিলরের মতামত চাওয়া হয়। কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা এবং সীমানা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর বেগম মমতা সরকার, মাহফুজা খাঁন, সাবিনা ইয়াসমিন, কাউন্সিলর শেখ শাহীন, এ জেড এম মহিউদ্দিন, কামাল হোসেন, রকিবুল হাসান, শহীদ আহমেদ, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, কাজী হুমায়ুন কবীর স্বপন, বস্তি উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা, ব্র্যাক এর রিজিওনাল কো-অর্ডিনেটর অপূর্ব সাহা, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সফিউল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, ফিল্ড কো-অর্ডিনেটর শাজাহান মিয়া প্রমুখ।