News Details | Gaibandha Pourosova
গাইবান্ধায় গণ টিকাদান কর্মসূচির উদ্বোধন
প্রকাশের সময়: 08 Aug, 2021

 সারাদেশে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ায় শনিবার (৭ আগস্ট) গাইবান্ধা পৌরসভা উদ্যোগে পৌরসভা চত্বরে গণ টিকাদান কর্মসূচীর আয়োজন করা হয়। গণ টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবদুল মতিন। পৌরসভা ১নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শাহীন টিকা প্রদানের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়।

গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমানের সভাপতিত্বে ও কাউন্সিলর সরদার মো. হাসুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আ.ম. আখতারুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাফিউল আলম, পৌরসভার প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, এজেডএম মহিউদ্দিন রিজু, শেখ শাহীন, আবু বকর সিদ্দিক স্বপন প্রমুখ।  
গণটিকাদান কর্মসূচী উপলক্ষে গাইবান্ধা জেলা কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মনিটরিং টিমের স্বেচ্ছাসেবকরা টিকাদান কেন্দ্রে সার্বক্ষনিক সহযোগিতা প্রদান করে আসছে। 

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত  অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে শনিবার সকাল ৯টা থেকে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।