News Details | Gaibandha Pourosova
গাইবান্ধা পৌরসভায় প্রধানমন্ত্রীর উপহার বিতরন
প্রকাশের সময়: 23 Jul, 2021

মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাইবান্ধার দরিদ্র কর্মহীন ৭ হাজার মানুষের মধ্যে সোমবার ( ১৯ জুলাই) বিকালে গাইবান্ধা পৌরসভার উদ্যোগে স্থানীয় শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে প্রতি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন। 

উপস্থিত ছিলেন, পৌর মেয়র মেঃ মতলুবর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল হারুন বাবলু, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহমেদ, এ জে এম মহিউদ্দিন আহমেদ রিজু, আব্দুস সামাদ রোকন,সংরক্ষতি কাউন্সলির মাহফুজা খানম মতিা,মমতা সরকার সাবনিা ইয়াসমনি,কাউন্সিলর শেখ শাহীন, কামাল হোসেন রকিবুল হাসান সুমন, আসাদুজ্জামান হাসু, হুমায়ুন কবির স্বপন। সহকারি প্রকৌশলী ও পৌর সচিব (অতিঃ) মোঃ রেজাউল হক, হিসাব রক্ষন কর্মকর্তা বিপুল কুমার সাহা সহ অন্যান্য কর্মচারি বৃন্দ।

গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন সংক্ষিপ্ত বক্তব্য দেন এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশানা দেশের কোন মানুষ যেনো না খেয়ে থাকে সেজন্য বিশেষ উপহার সহ নানা সরকারি কর্মসূচীর সারা দেশে বাস্তবায়িত করা হচ্ছে। তিনি আরো বলেন’ সরকারের পাশাপাশি যদি সমাজের বৃত্তবানরাও এগিয়ে আসেন তবে একটি মানুষও না খেয়ে থাবেন না। তাই সবাইকে তিনি এগিয়ে আসার জন্য আহবান জানান।

এ ব্যাপারে গাইবান্ধা পৌর মেয়র মো. মতলুবর রহমান বলেন, শুধু সরকারি বরাদ্দ দিয়ে এ কর্মসূচীর বাস্তবায়ন করা কঠিন তাই চাহিদা অনুযায়ি ২৩ মেঃটন চাল কিনেছি প্রয়োজন হলে আরও চাল কিনে বিতরণ করা হবে। তবুও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি গাইবান্ধা পৌর এলাকার প্রয়োজনী প্রতিটি ঘরে ঘরে সুরক্ষা সামগ্রী ও এাণ পৌঁছে দেবো ইনশা আল্লাহ।

  গাইবান্ধা পৌরসভার সহকারি প্রকৌশলী ও পৌর সচিব (অঃদাঃ) মোঃ রেজাউল হক জানান,  বিতরনকৃত এাণের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৭ মেঃ টন, ভি জি এফ হিসেবে ৪৬ মেঃ টন চাল এবং গাইবান্ধা পৌরসভার নিজস্ব অর্থে ২৩ মেঃটন চাল পৌরসভার  ৯ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার দরিদ্র কর্মহীন, অসহায় ও দুঃস্থ মানুষের জন্য করোনা কালীন এই মানবিক সহায়তা প্রদান করা হয়। এ নিয়ে মোট ৮৬ মেঃটন চাল দুই দফায় বিতরণ করা হয়েছে।